Thinking about buying a used or reconditioned vehicle? We provide hassle-free Vehicle Buying Experience at one go. Our dedicated auto expert team will help you in getting you the best deals on vehicles along with a varied range of services. Now Sit Back and Relax. Let Vroom Take care of all your Buying Needs.
আপনি যদি ব্যবহৃত অথবা রিকন্ডিশনড গাড়ি কিনতে চান কিন্তু কথা থেকে বা কোন গাড়িটি কিনবেন তা নিয়ে চিন্তিত থাকেন , তবে এই সার্ভিসটি আপনার জন্য। আপনার আপনার হয়ে আপনার জন্য সেরা গাড়িটি খুঁজে দিবো।
সার্ভিসটি নেবার পর আমরা আপনাকে একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার এসাইন করবো। উনি আপনার কাছ থেকে আপনি কি ধরণের গাড়ি খুঁজছেন তা জেনে নিবেন। এর পর সার্চ করে আমরা আপনাকে তিনটি অপশন দেব। আপনি যেটা পছন্দ করবেন তার বেসিক চেকআপ ও ডকুমেন্ট চেকআপ আমরা করে দেব। আপনি চাইলে কেনার নেগোশিয়েশনেও আমরা সাহায্য করতে পারি। এছাড়া লোন সহায়তা ও ওনারশিপ ট্রান্সফারেও (ফি প্রযোজ্য) আমাদের সাহায্য পাবেন। ডেলিভারির আগে আপনার গাড়িটি আমরা ফ্রি ওয়াশ ও স্যানিটেজ করে দেব। শুধু তাই নয় – যতদিন আপনি এ গাড়িটি চালাবেন, ততদিন ওয়ার্কশপ সাপোর্ট, ইমার্জেন্সি সাপোর্ট এবং আমাদের সব হোম সার্ভিস এ ২৫% ডিসকাউন্ট পাবেন।
সার্ভিসটি নেবার পর ৪৫ দিন পর্যন্ত তা ভ্যালিড থাকবে। এ সময়ের ভেতর আমরা আপনার স্পেসিফিকেশন অনুযায়ী ৩ টি গাড়ি দেখাবো এবং আপনি কেনার ব্যপারে সিদ্ধান্ত নেবেন।
ব্যাংক লোন দেবার ডিসিশন নেবার অধিকার শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যাংকের। ইস্টার্ণ ব্যাংক লিমিটেড আমাদের পার্টনার হিসেবে রয়েছে। আপনার প্রয়োজনে আমরা ব্যাংকের সাথে আপনার যোগাযোগ করিয়ে দেব।
আমাদের সার্ভিস টীম আপনাকে করবেন সহজেই ওনারশিপ ট্রান্সফারের জন্য। এ সংক্রান্ত সকল ফি ও খরচ আলাদা দিতে হবে।